আমাদের দেশ অনেকটা একান্নবর্তী পরিবারের নতুন বৌয়ের মত। শাশুড়ি ভাবে বাড়িতে রান্নাবান্নার নতুন লোক এল, ননদ ভাবে এল গল্প করার আর চুল বেঁধে দেবার মানুষ, শ্বশুর ভাবে পানের কথা, বর ভাবে নিজের আদর যত্নের কথা। কিন্তু বৌয়েরও যে জীবন আছে, স্বপ্ন আছে সেটা কেউ ভাবে না। সবাই তাকে নিজের আরাম আয়েশের জন্য বিভিন্ন কাজে লাগাতে ব্যস্ত। ফলে কী জনগণ, কী রাজনৈতিক দল, কী অন্য কেউ - সবাই দেশের কাছে নিজ নিজ হিস্যা চাইছে, কিন্তু হিস্যা মেটানোর জন্য দেশকে যে আগে নিজেদের পক্ষ থেকে সেবা দিতে হবে সেটা কেউ মানছে না।
দুবনা, ১১ জুন ২০২৫
No comments:
Post a Comment