Wednesday, June 11, 2025

ভাঁড়

এক বন্ধু জিজ্ঞেস করল দেশে আগে কবি গান, জারি, সারি, যাত্রা কত কিছু হত এখন হয় না কেন?

খুব সোজা হিসাব। আজকাল রাজনীতিবিদরাই একেকটা ভাঁড়। যদি আগের মত যাত্রা, জারি, সারি এসব থাকত তাহলে তো এরা ভাতে মারা যেত। তাই জোর করে ওসব বন্ধ করে নিজেরাই অভিনয় করে বেড়ায়। সমস্যা শুধু একটাই - এসব দলে কোন বিবেক নেই। ফলে মানুষের হয়ে কথা বলার আর কেউ নেই।

দুবনা, ১১ জুন ২০২৫

No comments:

Post a Comment