Saturday, June 21, 2025

ভালো মন্দ

দেখলাম ইসরাইলের গণতান্ত্রিক বোমায় ইরানের এক কবি মৃত্যু বরণ করেছে। আমি নিশ্চিত যে এই কবি ইরানের পুলিশের হাতে নিহত হলে প্রতিবাদের ঝড় উঠত। আবার ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের আরবের (প্যালেস্টাইনির) মৃত্যুর খবরও চোখে পড়ল। এক সময় দেখতাম কি করল তা দিয়ে নয় কে করল তা দিয়ে কাজের ভালো মন্দ বিচার করা হয়। এখন দেখছি কে মরল তা দেখে নয় কে মারল তার উপর ভিত্তি করে মৃতের প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়।

দুবনা, ২১ জুন ২০২৫

No comments:

Post a Comment