ইরান হোক আর ইসরাইল হোক মোল্লাতন্ত্র বা জায়নবাদ এটা এস্টাব্লিশমেন্টের আলখাল্লা। সাধারণ মানুষ সব দেশেই খুব ছোট স্বপ্ন দেখে, নিজেদের ছোট ছোট সমস্যার সমাধান চায়। যারা ইসরাইলের মিসাইলের আঘাতে ইরানে মোল্লাতন্ত্রের পতন দেখে অথবা ইরানের রকেটের আঘাতে ইসরাইলে জায়নবাদের অবসান চায় তারা প্রায়ই ভুলে যায় এই যুদ্ধে মূলত মারা যায় সাধারণত মানুষ। মানবিকতার জন্য দাঁড়াতে হলে উভয় দেশের সাধারণ মানুষের জন্য বলাই শ্রেয়। আজ তাদের এই সমর্থন খুব প্রয়োজন। যে অজুহাতেই হোক নিরীহ মানুষের হত্যাকাণ্ড সমর্থন করে নিজেকে মানবিক বলে দাবি করার অধিকার থাকে না।
দুবনা, ১৭ জুন ২০২৫
No comments:
Post a Comment