সোভিয়েত আমলের একটি মূল স্লোগান ছিল প্রতিদ্বন্দ্বিতা নয় সহযোগিতা - একা নয় সবাইকে নিয়ে ভালো থাকা। নব্বইয়ের দশকে পুঁজিবাদের আগমনের পর লোকজন একে অন্যের সাথে প্রতিযোগিতায় নামে, অন্যদের সাথে নিয়ে নয়, অন্যদের ঠকিয়ে নিজে ভালো থাকার দৌড়ে নামে সবাই। ইউক্রেনের যুদ্ধ এদেশের এক বিশাল সংখ্যক মানুষকে আবার পরস্পরের পাশে দাঁড়াতে শিখিয়েছে - সকলের জন্য সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে - এই মন্ত্রে উজ্জিবীত করেছে লাখ লাখ মানুষকে। এটাই এক সময় হতে পারে ভবিষ্যৎ রাশিয়ার জাতীয় আইডোলজি। যুদ্ধের শত শত নেগেটিভের মধ্যে এটাই হবে অন্যতম প্রধান পজিটিভ।
দুবনা, ০৭ জুন ২০২৫
No comments:
Post a Comment