১৯৯৭ সালে আমরা একটা দোতলা বাড়ির এক তলায় বাস করতাম। সে বছর ডিসেম্বরে আমি একটা কনফারেন্সে অংশ নিতে পুনা ও পরে দেশে গেলে গুলিয়া আন্তন ও মনিকাকে নিয়ে মস্কো চলে যায়। আমি ফিরি ডিসেম্বরের ২৮ তারিখে। ওরা তার একদিন আগে দুবনা ফিরে দেখে যে বাসায় চুরি হয়েছে। এরপর বাসা পাহারা দেবার জন্য একটা কুকুর কিনি। পুডল গোত্রের। নাম রাখি ডেইজি। কিন্তু দেখা গেল চোর তাড়ানো তো দূরের কথা, কোন শব্দ শুনলে সবার আগে ও বেডের নীচে ঢুকে পরে। আমাদের সরকার নাকি এখন নিজেই মবের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে। খবর পড়ে ডেইজির কথা মনে পড়ে গেল। এর আগে তোতা আর হাঁসের পশ্চাৎদেশ, এখন ডেইজি - সরকার দেখছি আমাকে নস্টালজিক করে ফেলবে!
দুবনা, ২৫ জুন ২০২৫
No comments:
Post a Comment