Thursday, June 19, 2025

শান্তি

ইদানিং কালে শান্তিতে নোবেলজয়ী মানুষ যেভাবে অশান্তি সৃষ্টি করছে সেটা পুরস্কারকে প্রশ্নবিদ্ধ করছে। বেগিন, গর্বাচেভ, ওবামা, সু চি, ইউনুস - অশান্তি সৃষ্টিতে কেউ কারও চেয়ে কম নয়।‌ এসব দেখে শান্তিতে নোবেল পুরস্কার মৃত্যুর পরে দেবার ব্যাপারে নোবেল কমিটির দৃষ্টি আকর্ষণ করা যেতেই পারে। মৃত্যুর পরে শান্তিতে নোবেল দিলে এসব লোক হয়তোবা জীবদ্দশায় এত অশান্তির কারণ হত না আর হলেও শান্তির নামে তা করতে পারত না। অবশ্য শান্তিতে নোবেল দেবার কমিটি যদি মাঝে মধ্যে একাত্তরের শান্তি কমিটির ভূমিকা পালন করে তবে কোন কথা নেই।

দুবনা, ১৯ জুন ২০২৫

No comments:

Post a Comment