Friday, June 27, 2025

ভুল

এই যে বাজেট, নির্বাচন ইত্যাদি নিয়ে এত কথা, কিন্তু বর্তমান প্রশাসন কি ন্যনুতম কিছু করেছে গত ১০ মাসে যাতে বলা যায় যে তারা মানুষের পক্ষে, মানুষের জন্য কাজ করছে বা করবে? তাদের প্রতিটি পদক্ষেপ জন বিরোধী। যদি স্বৈরাচারের পতনের কথা বলেন, সেটা জনগণই ঘটিয়েছে। এরা উড়ে এসে জুড়ে বসে দশ হাতে দেশ লুটে পুটে খাচ্ছে। তাই এদের কাছে সুশাসন, নির্বাচন এসব আশা করা বাদ দেন। সামর্থ্য থাকলে জনগণকে সাথে নিজেরাই সুশাসন কায়েম করুন না হল নাকে তেল দিয়ে ঘুমান। মনে নেই 
যাহা পাই তাহা ভুল করে পাই 
যাহা চাই তাহা পাই না!

দুবনার পথে, ২৭ জুন ২০২৫

No comments:

Post a Comment