Friday, June 13, 2025

ঋণ

"আমাকে কিছু টাকা দাও আমি তোমাকে ভোট দেব" ভোটের ব্যাপারে জনগণের মনোভাব সম্পর্কে ডঃ ইউনুসের এ মন্তব্য আবারো প্রমাণ করে যে তিনি গ্রামীণ ব্যাংকের পরিসর থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি। সেখানে তিনি ঋণ দিয়ে জনগণকে শোষণ করতেন। তাই তিনি ধরেই নিয়েছেন যে ঋণ দিয়ে যদি জনগণকে দিয়ে যা খুশি তাই করানো যায় তাহলে হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে ভোট কেনা যাবে না কেন? এবার যদি ভোটের বিনিময়ে কৃষকদের ঋণ মওকুফ করার গুজব শোনা যায় অবাক হবার কিছু থাকবে না।

দুবনা, ১৩ জুন ২০২৫

No comments:

Post a Comment