নতুন বাজেটে নাকি নোবেল প্রাইজের টাকা শুল্কমুক্ত করা হয়েছে। এর সাথে চাঁদ, মঙ্গল (আনন্দ) গ্রহের টিকেট শুল্কমুক্ত করলে মন্দ হয়না। যে হারে আমাদের দেশের লোকজন নোবেল পুরস্কার পায় আর যে হারে আমাদের লোকেরা চাঁদে বা মঙ্গল গ্রহে যায় - তাতে করে প্রচুর পরিমাণ সরকারি টাকা সাশ্রয় করা যেত। আর গরীবের ত্রান তহবিল শুল্কমুক্ত করে কিই বা লাভ, ওরা যেমন গরীব ছিল, তেমন গরীবই থাকবে। বরং কর ধার্য করে ওদের গবীবীয়ানা আরেকটু পোক্ত করা যাবে। সাধে কি রাজা নোবেল পেয়েছেন!
দুবনা, ০৩ জুন ২০২৫
No comments:
Post a Comment