খবরে প্রকাশ ডঃ ইউনুস ব্রিটেনের রাজার (রাজা কার? আমাদের তো নয়) হাত থেকে পুরস্কার আনতে শুধু হোটেল বিল বাবদ সাড়ে তিন কোটি টাকা খরচ করেছেন। তা সরকার সরকারি টাকা খরচ করবে না তো কি জনগণ করবে? কথায় বলে সরকারি মাল দরিয়া মে ঢাল। তার উপর সরকার নিজেই যদি সরকারি হয় তাহলে তো কথাই নেই!
দুবনা, ১৪ জুন ২০২৫
No comments:
Post a Comment