কেউ কেউ নিজের সাফল্যে আনন্দিত হয়, কেউ বা অন্যের ব্যর্থতায়। যখন নিজের সাফল্যের সম্ভাবনা কম বা সন্দেহাতীত নয়, তখন অনেকেই কাল্পনিক শত্রু তৈরি করে যার ব্যর্থতা দেখিয়ে নিজের ব্যর্থতা ভুলে থাকা যায়। তার বাড়া ভাতে ছাই দিয়ে পুলকিত হওয়া যায় যদিও তাতে নিজের পেট ভরে না। সবাই মিলে সফল হওয়া নয়, নিজে ব্যর্থ হয়ে হলেও কাউকে কাউকে ব্যর্থতার সাগরে ভাসিয়ে দেবার, ব্যর্থতার চোরাবালিতে ডুবিয়ে দেবার প্রবল আকাঙ্ক্ষা বর্তমান বিশ্ব ও আঞ্চলিক রাজনীতির অন্যতম প্রধান ধারা।
মস্কোর পথে, ১৫ জুন ২০২৫
No comments:
Post a Comment