বুলাত আকুদজাবা, রুশ বারদ সংগীতে এক বিশেষ নাম। কবি, গায়ক, মানুষ। যুদ্ধের উপর, শান্তির জন্য তাঁর গান - সে এক অপূর্ব সৃষ্টি।
দুবনা, ০১ জুলাই ২০২০
বুলাত আকুদজাবা, রুশ বারদ সংগীতে এক বিশেষ নাম। কবি, গায়ক, মানুষ। যুদ্ধের উপর, শান্তির জন্য তাঁর গান - সে এক অপূর্ব সৃষ্টি।
দুবনা, ০১ জুলাই ২০২০
হাহাকারগুলো হাহাকার করে
দেওয়ালে ঠুকে মাথা
হাহাকারগুলো হাহাকার করে
জানায় মনের ব্যথা
হাহাকারগুলো হাহাকার করে
করে যায় আর্তনাদ
হাহাকার করেই জীবন তাদের
হল নাকি বরবাদ
দুবনা, ৩০ জুন ২০২০
ছাত্র জীবনে করাস বাংলাদেশের হয়ে আমরা বিভিন্ন গান গাইতাম, মূলত গণসঙ্গীত। অধিকাংশই ছিল বাংলায়। এক আধটা ইংলিশ বা স্প্যানিশ গান ছিল, আর ছিল রুশ গান। কাতিউশা, পাদমস্কোভনিয়ে ভেচেরা - এগুলো তো ছিলই। বিশেষ বিশেষ উপলক্ষ্যে কিছু বিপ্লবী গানও ছিল। এদেরই একটা ডেমক্রাটিক ইউথএর সঙ্গীত।
দুবনা, ২৮ জুন ২০২০
https://www.youtube.com/watch?v=pT5hNBw3gTA
আরও একটা প্রিয় গান। অনেকেই গেয়েছেন, তবে মার্ক বেরনেসের গানটাই মনে হয় বেশি পপুলার। কমেন্টে মুসলিম মাগমায়েভের ভার্সন দিচ্ছি।
দুবনা, ২৬ জুন ২০২০
https://www.youtube.com/watch?v=Wdx7fkss6kU&fbclid=IwAR3_ftvtkSPzCJ67UvsZRCiNFPTpscEVBtt2J84h0mBSg7g9TVLVxm-P8JY
https://www.youtube.com/watch?v=VprjlMfjAeQ&fbclid=IwAR0EdUwcXIlJVWgRMafnecNN8F9_yZWM1PoPMn3vyegNBKsxAhiESvuPXj8
যদিও মাঝে মধ্যে কুইনের গান শুনতাম, তবে খুব যে ভক্ত ছিলাম তা নয়। কিন্তু ফ্রেডি মার্কারির এইডস হয়েছে শোনার পর শুরু হল কুইনের অ্যালবাম সংগ্রহ করা। সৃজনী কুইনের গান খুব পছন্দ করত। ওর কাছ থেকেই প্রথম কিছু গান রেকর্ড করি। তারপর লং প্লে । একসময় স্টেজে ফ্রেডির লম্ফঝম্প দেখতে ভালো লাগত না, এরপর সেটায় দেখলাম অফুরান প্রাণ শক্তি। পরে তো We are the Champions যেকোনো খেলার জাতীয় সঙ্গীতে পরিণত হল। বার্সেলোনা অলিম্পিকের পর কুইনের প্রতি ভালবাসা নতুন মাত্রা পেয়েছিল।
দুবনা, ১৪ জুন ২০২০
স্কুলে পড়ার সময় প্রেম যে কী সেটা ঠিক বুঝতাম না, দূরে কেউ ছিল না যার জন্য মন হাহাকার করতে পারত, তারপরেও জগন্ময় মিত্রের কণ্ঠে চিঠি গান শুনে মনটা কেমন যেন উতলা হয়ে উঠত। বিশাল চক পেরিয়ে হাঁটতে হাঁটতে যখন স্কুলে যেতাম, প্রায়ই গানটা গাইতাম। গানটা মা'র খুব পছন্দের ছিল। এখন হয়তো এসব গান প্রাসঙ্গিক হতে পারত যদি না ইন্টারনেট জীবন থেকে চিঠিকে ঝেটিয়ে বিদায় করত।
দুবনা, ০৯ জুন ২০২০