দুবনা, ০৮ মে ২০২৫
Wednesday, May 7, 2025
প্রশ্ন
ফেসবুকে ভিডিও ভাইরাল - শিরক অপবাদ দিয়ে শতবর্ষী এক বটগাছকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। ওর অপরাধ, মানুষ ওকে বিশ্বাস করে মানত করে। আচ্ছা বাংলাদেশ তথা ভারতবর্ষের শত সহস্র নদ নদী, খাল বিল, পাহাড় সাগর এমনকি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র মানুষ পূজা করে। হাজার হাজার গাছে মানুষ মানত করে। তাহলে কি তারা এসব বয়কট করবে? হত্যা করবে? মানুষ তো পৃথিবীর পূজাও করে। তাহলে পৃথিবীও ত্যাগ করবে? আমার তো মনে হয় যারা পূজা করে তারা যতটা না বিশ্বাস করে এসব গাছপালার শক্তিতে তারচেয়ে বেশি বিশ্বাস করে যারা গাছ কাটে তারা। তারা এসব গাছ পালার শক্তিকে ভয় পায়। আচ্ছা সরকার আর কতকাল জাতিকে এভাবে বোকামির সাগরে ডুবতে দেখেও হাত পা গুটিয়ে বসে থাকবে?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment