Tuesday, May 6, 2025

টোপ

আগে জমিদাররা যখন শিকারে যেতেন সাথে থাকত এক পাল কুকুর। এদের কাজ ছিল আহত পাখিদের ধরে আনা, আর ভালুক, নেকড়ে এসব শিকারে গেলে দল বেঁধে এদের তাড়িয়ে খোলা মাঠে আনা যেখানে শিকারী অনায়াসে গুলী করতে পারে। এসব শিকারে দু একটা কুকুর যে মারা যেত না তা নয়। জমিদাররা এসব কুকুরের জন্য খুব একটা শোক করতেন না, নতুন কুকুর কিনতেন। মাছের অবস্থা আরও খারাপ। প্রায়ই একটু বড়সড় মাছ ব্যবহার করা হয় টোপ হিসেবে আরও বড় মাছ ধরার জন্য। অনেক সময় মাছ ধরা পড়ে, অনেক সময় টোপ মাঠে মারা যায়। তবে টোপ সব সময়ই লুজার। বড় মাছ ধরা পড়ুক আর নাই পড়ুক সে সব সময়ই ওর পেটে যায়। বর্তমানে ইউরোপ আমেরিকা বিভিন্ন প্রক্সি যুদ্ধে ইউক্রেন, বাংলাদেশ এসব দেশকে টপের মত ব্যবহার করছে বা করার পাঁয়তারা করছে। আগে থেকে সাবধান না হলে এমনকি ছাগলের তিন নম্বর বাঁচার মতও আনন্দে লাফানোর আগেই যুদ্ধ দেবতার যজ্ঞের আহুতি হতে হবে।

দুবনা, ০৬ মে ২০২৫

No comments:

Post a Comment