দুবনা, ২৮ মে ২০২৫
Wednesday, May 28, 2025
মেরুদন্ড
শিশু যার কোন লাভ লোকসানের হিসাব নেই, স্বৈরাচারের দোসর ট্যাগ পাওয়ার ভয় নেই, একমাত্র সেই জনসম্মুখে উচ্চ কন্ঠে বলতে পারে যে "রাজা তুমি ন্যাংটা"। আচ্ছা একাত্তরের আর কত স্মৃতি ধ্বংস করলে, আর কত একাত্তরের ঘাতকদের বেকসুর খালাস দিলে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিবিদ বলে পরিচিত নেতারা বলতে পারবে যে বর্তমান সরকার রাজাকারের দোসর, বর্তমান সরকার একাত্তরের ঘাতক দালালদের সরকার? এখনও যারা এর পেছনে আওয়ামী স্বৈরাচারের দোষ খুঁজে তাদের বলব - অন্যের দোষ নয়, নিজেদের মেরুদন্ড খুঁজতে। চব্বিশ শুধু একাত্তরকে হত্যা করেনি, চব্বিশ বাংলাদেশের রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের মেরুদন্ড ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment