Thursday, May 8, 2025

রবির কিরণ

বাবা মা যখন তাদের সন্তানের নাম রবি রেখেছিলেন তখন তাঁরা কি ভেবেছিলেন এই সন্তান বাংলা সাহিত্যের আকাশ রবির মতই আলোকিত করবেন? আজ জন্মের ১৬৪ বছর আর মৃত্যুর ৮৪ বছর পরেও তিনি আগের মতই উজ্জ্বল, আগের চেয়েও অনেক বেশি প্রাসঙ্গিক। তাঁর কথা, তাঁর সুর সাহিত্য আর সঙ্গীতের সীমানা পেরিয়ে আমাদের জীবনের সর্বস্তরে প্রবেশ করেছে আর তাইতো স্বার্থান্বেষী আর ক্ষমতালোভী গোষ্ঠী তাঁকে এত ভয় পায়। রবীন্দ্রনাথ শুধু সাহিত্য সংস্কৃতি সঙ্গীতে নয় সমাজ সংস্কারেও সময়ের চেয়ে এগিয়ে ছিলেন যার প্রমাণ গ্রামের কৃষকদের ঋণের ব্যবস্থা, কৃষি ব্যবস্থার আধুনিকীকরণের প্রচেষ্টা। আমরা মনে হয় কবি সাহিত্যিক সুরকার রবীন্দ্রনাথের আড়ালে সমাজ সংস্কারক রবীন্দ্রনাথের ছবিটি প্রায়ই দেখতে পাই না। অথচ এই সমাজ সংস্কারক রবীন্দ্রনাথের উপস্থিতিই আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি জরুরী, বেশি গুরুত্বপূর্ণ। এখনই সময় তাঁকে নতুন করে চেনার, নতুন করে জানার, নতুন রূপে দেখার। শুভ জন্মদিন রবি। তোমার কিরণ আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যাক যুগ যুগ ধরে।

দুবনা, ০৮ মে ২০২৫

No comments:

Post a Comment