এঙ্গেলস বলেছিলেন শ্রম বানরকে মানুষ বানিয়েছে। একদল লোক সব সময়ই অন্যের শ্রমে বেঁচে থাকে বা বাঁচার চেষ্টা করে পরগাছা হয়ে। না এরা কোম্পানির মালিক নয় যারা কায়িক পরিশ্রম না করলেও মানসিক শ্রমের মধ্য দিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে। তবে একদল লোক আছে যারা কোন কিছু উৎপাদন করে না। তাদের আয়ের একমাত্র উৎস অন্যদের ঠকানো। এরা ধর্ম ব্যবসায়ী, রাজনৈতিক পাতি নেতা আর এক শ্রেণীর বুদ্ধিজীবী। এদের দেখলেই বোঝা যায় এরা বিবর্তনের বানর থেকে মানুষ হবার ধাপ অতিক্রম করেনি। এরা পরগাছা, সমাজের জন্য সবচেয়ে ক্ষতিকর গোষ্ঠী। এদের বাদ দিয়ে সবাইকে জানাই মহান মে দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা। সবাইকে বসন্ত ও শ্রম উৎসবের অভিনন্দন।
দুবনা, ০১ মে ২০২৫
No comments:
Post a Comment