ফেসবুকে একটা ভিডিওতে দেখলাম বক্তা গোবিন্দভোগ, গোপালভোগ, রাধাভোগ এসব নামের নাম বদলানোর দাবি জানাচ্ছে এসব হিন্দু দেবদেবীদের নামে বিধায়। কিন্তু এর একবারও মনে হল না কেন আরব দেশে আম জন্মায় না এ নিয়ে সৃষ্টিকর্তার কাছে নালিশ করার। অথবা ইসলাম ধর্মের অনেক নাম ও রীতিনীতি প্রাকইসলামিক এসব নিয়ে ভাবার। মানুষের ও মানব সভ্যতার জন্ম যেকোনো ধর্মের চেয়েও অনেক অনেক আগে। ভাষার জন্মও ধর্মের আগে। আমরা যদি তাই ধর্মের কারণে সব কিছুর নাম বদলাতে যাই এক সময় শব্দ খুঁজে পাওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা নাম বদলালেই আমের স্বাদ বাড়বে না, দাম কমবে না যেমন বদলাবে না মানুষের চরিত্র। এসব ফালতু আলাপ না করে মানুষ যদি প্রকৃত সমস্যা ও তার সমাধান নিয়ে ভাবত তাহলে বারবার দেশ বিপর্যয়ের মুখে পড়ত না। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে পৃথিবীর কোন মুসলিম দেশে নিজ নিজ অতীত, নিজ নিজ সংস্কৃতি নিয়ে কোন হীনমন্যতা নেই বলেই জানি। যত হীনমন্যতা এক ভারতীয় উপমহাদেশে। আরবের এক প্রিন্স মনে হয় একবার বলেছিলেন যে উপমহাদেশের এরা খাঁটি মুসলমান না। তাহলে কী সব কিছুর সাথে আমাদের ধর্ম বিশ্বাসেও ভেজাল ঢুকে যাচ্ছে?
দুবনা, ১৬ মে ২০২৫
No comments:
Post a Comment