মানুষের আশা ও সরকারের প্রতিশ্রুতির সাথে বাস্তবের এতটাই ফারাক যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরহীন রূপটাই খুব স্পষ্ট করে তুলে ধরেছে। অগত্যা সরকারের অগস্ত্য যাত্রা। এখন শুধুই অপেক্ষার পালা। তবে এর মধ্য দিয়ে বাংলাদেশ আবার দেখাল এখানে কোন কিছুই ব্যাকরণ মেনে ঘটে না। এখানে বেসামরিক সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করে আর সামরিক বাহিনী নির্বাচন চায়।
দুবনা, ২৩ মে ২০২৫
No comments:
Post a Comment