প্রাচীনকালে দেবতারা তাপসদের বর দান করতেন তাদের কঠোর তপস্যায় খুশি হয়ে। তবে কেউ তপস্যার পুরস্কার হিসেবে মারণাস্ত্র চাইলে এসব অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করতেন। ফলে কর্ণ সহ অনেক বীরেরা বিপদের সময় এসব অস্ত্রের সেবা থেকে বঞ্চিত হয়েছেন।
বর্তমানে আমেরিকা সহ বিভিন্ন অস্ত্র রপ্তানিকারী দেশ যুদ্ধের দেবতা। অনেক দেন দরবার (তপস্যা) ও উপঢৌকন (প্রচুর অর্থ) দিয়ে এসব দেবতাদের মন জয় করে এফ-১৬ ইত্যাদি অস্ত্র পাওয়া যায়। তবে সেসব অস্ত্র কার বিরুদ্ধে ব্যবহার করা যাবে আর কার বিরুদ্ধে করা যাবে না সে ব্যাপারেও দেবতাদের মত অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর বিভিন্ন শর্ত থাকে।
দুবনা, ০১ মে ২০২৫
No comments:
Post a Comment