Thursday, May 29, 2025

রাজা

১৯৪৭ সালে ভারত ভেঙে পাকিস্তান করা হয়েছিল উত্তর প্রদেশের মুসলিম এলিটদের ক্ষমতার স্বাদ গ্রহণের পথ সুগম করার জন্য। এরপর থেকে চলছে রাজা বদলের পালা। জনগণের ভাগ্য বদলের স্লোগান দিয়ে ক্ষমতায় এলেও মূলত রাজাই বদল হয়, নতুন এলিট তৈরি হয়, কিন্তু মানুষের ভাগ্য বদলায় না। সব বিপ্লবই ঝুটা হয়ে যায়।

দুবনা, ২৯ মে ২০২৫

No comments:

Post a Comment