ইউরোপের অবস্থা এখন অনেকটা ক্ষয়িষ্ণু জমিদারের বখাটে ছেলেদের মত। কী নৈতিক, কী অর্থনৈতিক, কী রাজনৈতিক - সব দিক থেকেই তারা এখন প্রায় দেউলিয়া। পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদ ভাঙ্গিয়ে মোটামুটি ভদ্র ভাবেই খেয়েপরে বাঁচা যায়, তাদের রেখে যাওয়া অট্টালিকা, জাদুঘর এসব দেখিয়ে সমীহ অর্জন করা যায় - কিন্তু নৈতিকতা এখন যেকোনো সময়ের চেয়ে আরও নীচে। আগে সবাই ভাবত প্রতিপক্ষকে যেকোনো ভাবে দমন করা - এটা তৃতীয় বিশ্বের আবিষ্কার। বিভিন্ন উপনিবেশে ইউরোপিয়রা যে অমানুষ তার প্রমাণ জালিওয়ানাবাগ, দক্ষিণ আফ্রিকা, ইদানিং কালে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, আরও একটু আগে ভিয়েতনাম। তবে ধারণা ছিল নিজেদের দেশে তারা অন্তত গণতান্ত্রিক। কিন্তু ফ্রান্স, রুমেনিয়া এমনকি বাইডেনের আমেরিকা প্রমাণ করেছে যে ক্ষমতার প্রশ্নে এরা এমনকি তৃতীয় বিশ্বের যেকোনো ডিক্টেটরের চেয়েও অনেক বেশি হিংস্র, অনেক বেশি স্বৈরাচারী।
দুবনা, ২০ মে ২০২৫
No comments:
Post a Comment