সমস্যা
বলা হয়ে থাকে যে সার্জারি বা শল্য চিকিৎসা খুব বেশি বয়সে করলে রুগীর অন্যান্য সমস্যা দেখা দেবার সম্ভাবনা বেড়ে যায়। যুদ্ধ মানেই শল্য চিকিৎসা। ডিপ্লোম্যাসির দীর্ঘ ও ব্যয়বহুল কিন্তু শান্তিপূর্ণ ওষুধ কাজ না করলে যুদ্ধ অবধারিত হয়ে ওঠে। কিন্তু সমস্যা যদি দীর্ঘ দিনের পুরানো হয় তবে যুদ্ধও স্থায়ী সমাধান আনে না শুধু দুই পক্ষকে নতুন যুদ্ধের দিকে ঠেলে দেয়। আসলে যুদ্ধ সমাধান নয়, যুদ্ধ সমস্যা - বলা চলে এটা নেশা করে কষ্ট ভোলা - যার ইফেক্ট সীমিত।
ভারত পাকিস্তান আবার খেলতে নামল যা ২২ গজে সীমাবদ্ধ থাকল না আর এই খেলার নাম ক্রিকেট নয় - এর নাম যুদ্ধ। এই সমস্যা চিরস্থায়ী । ব্রিটিশরা ভারত পাকিস্তান যুদ্ধকে চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে উপহার দিয়ে গেছে। এটা অনেকটা লাভার মত - বেশির ভাগ সময় ভেতরে ভেতরে ফুঁসতে থাকে, কিন্তু ন্যুনতম সুযোগ পেলেই ডানা মেলে আকাশে উড়াল দেয় পথে সব কিছু পুড়িয়ে ছারখার করে দিয়ে। এই দুই দেশ পারস্পরিক ঘৃণায় এতটাই অন্ধ যে অনেক সময় এদের নেতৃত্ব স্বাভাবিক বিচারবুদ্ধি মেনে চলতে পারে না। এমতাবস্থায় দুই দেশের নেতৃত্ব কি যথেষ্ট সংযমী হতে পারবে পারমাণবিক অস্ত্রের ব্যাপারে?
দুবনা, ০৭ মে ২০২৫
No comments:
Post a Comment