Thursday, May 15, 2025

শিক্ষা

ট্রাম্পকে হারানোর জন্য ডেমোক্র্যাটরা এক সময় বিএলএম আন্দোলন উস্কে দেয়। বাইডেনের শাসনের প্রথম দিকেও তারা সরকারের নাভিশ্বাস ওঠাতে সমর্থ হয়।

২০২৪ এর জুলাই আগস্টে স্কুল কলেজের ছাত্রদের ব্যাপকভাবে ব্যবহার করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। সব দেখে মনে হয় তারা এখনও সেই বিজয়ের উন্মাদনায় ভাসছে। স্কুল কলেজের পড়ার টেবিলে ফিরে যাবার চেয়ে রাজপথে আন্দোলন করে শুধু ন্যায্য দাবি দাওয়া নয় এমনকি অটো সার্টিফিকেট বাগিয়ে নিতেও তারা পিছপা হচ্ছে না। ভাবখানা এই শেখ হাসিনার স্বৈরাচার হঠালাম সার্টিফিকেট কোন ছার! সমস্যা হল রাজপথে আন্দোলন করে সার্টিফিকেট পাওয়া যায় কিন্তু শিক্ষা ও জ্ঞান অর্জন করা যায় না। 

মার্কিন সরকার ও সমাজ যেভাবে বিএলএমের সামনে নতজানু হয়েছিল দেশেও মবের সামনে সবাই হাঁটু গেড়ে বসে আছে। সময় এসেছে মার্কিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এদের লাগাম টেনে ধরার।

দুবনা, ১৫ মে ২০২৫

No comments:

Post a Comment