Friday, May 30, 2025

গোলক ধাঁধা

বিবিসি জানাচ্ছে রাশিয়া বিলিয়ন বিলিয়ন ডলারের তেল গ্যাস ইউরোপে বিক্রি করে যুদ্ধের খরচ চালাচ্ছে। কথাটি মিথ্যা নয় যদিও এটা না করলেও রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবার টাকা যোগার করতে পারত। হয়তো একটু কষ্ট হত। যাহোক, বিবিসি জানাচ্ছে এভাবে ইউরোপ রাশিয়াকে যুদ্ধে সাহায্য করছে। এখন ইউরোপ যদি রাশিয়ার কাছ থেকে এসব না কেনে সেই অভাব পূরণ করতে হবে আরব বিশ্ব বা আমেরিকা থেকে কিনে যার পেছনে খরচ হবে অনেক বেশি আর তাতে করে ইউরোপ ইউক্রেনকে আরও কম সাহায্য করতে পারবে। তাই রাশিয়ার কাছ থেকে এসব আমদানি করে বা না করে ইউরোপ রাশিয়ার খুব একটা লাভ বা ক্ষতি করতে পারবে না, না কিনলে একটু আগে ইউক্রেনের পতন হবে। কিন্তু যুদ্ধ থামলে তো ইউক্রেনের মানুষ বাঁচবে, ইউরোপের এলিট তো বাঁচবে না। ইউক্রেনের বর্তমান শসকদের সাথে সাথে ইউরোপের এলিটদের পতন হবে। তাই তো তারা যুদ্ধ চালিয়ে যেতে মরিয়া, এমনকি এতে করে যদি রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস কিনতেও হয়। এ এক গোলক ধাঁধা। পারবে কি ইউরোপ মিনটাউরের ল্যাবিরিন্ট থেকে বেরিয়ে আসতে নাকি তার আগেই শিকার হবে পারমাণবিক মৃত্যুর?

দুবনা, ৩০ মে ২০২৫

https://bijansaha.ru/albshow.html?tag=320

No comments:

Post a Comment