মানসিক ভাবে যে দাস সে শুধু মালিক বদলাতে পারে, শৃঙ্খল মুক্ত হতে পারে না। ডিলেমা যখন আমেরিকার গোলাম হব না ভারতের, পাকিস্তানের না চীনের - তখন স্বাধীনতা, সার্বভৌমত্ব এসব ফাঁকা বুলি। স্বাধীন দেশ কখনো কারো সাথে গাঁটছড়া বাঁধে না আবার কারো মুখ দেখাও বন্ধ করে না। দেশের স্বার্থে যার সাথে যেখানে বন্ধুত্ব করা দরকার বন্ধুত্ব করে আর পারতপক্ষে শত্রুতা এড়িয়ে চলে। তৃতীয় পক্ষের স্বার্থে কারো সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে না। এজন্য দরকার স্বাধীন পররাষ্ট্রনীতি। কিন্তু জনগণকে যদি সব সময়ই জুজুর ভয় দেখিয়ে ভীত করে রাখা হয় তখন স্বাধীন পররাষ্ট্রনীতি পালন করা কষ্ট।
দুবনা, ২৩ মে ২০২৫
No comments:
Post a Comment