Wednesday, May 21, 2025

সমঝোতা

চোর আর গৃহস্থের মধ্যে কখনো স্থায়ী সমঝোতা হয় না কারণ তাদের স্বার্থ ও অস্তিত্বের লড়াই পরস্পরবিরোধী। ধরা পড়লে চোর আর কোনদিন চুরি করবে না বলে নাকে খৎ দেয় কিন্তু ছাড়া পেলে প্রথম সুযোগেই সে চুরি করে। এটা তার পেশা। ঠিক এই কথাই বলা যায় সেই দুই পক্ষ সম্পর্কে যুদ্ধ ও শান্তি যাদের অস্তিত্বের সমার্থক। 

দুবনা, ২২ মে ২০২৫

No comments:

Post a Comment