অনেক মানুষের অন্যতম প্রধান সমস্যা হল তারা নির্দ্বিধায় কোদালকে কোদাল বলতে পারলেও গাধাকে গাধা বলতে সঙ্কোচে বোধ করে পাছে গাধা মাইন্ড করে। দুঃখজনক হলেও সত্য যে এই গাধারাই সমাজের সবচেয়ে প্রভাবশালী অংশ। গাধা মানে তারা বোকা নয়, তারা একরোখা, নিজেদের দৃষ্টিভঙ্গী ও জ্ঞানের উপর যারা অন্ধবিশ্বাসী। ভদ্রতা বা চক্ষুলজ্জার খাতিরে তাদের ভুল কেউ ধরিয়ে দেয় না বলেই বার বার সমাজ অধঃপতনের দিকে যায়।
দুবনা, ২৭ মে ২০২৫
No comments:
Post a Comment