ছোটবেলায় মায়ের মুখে এক গল্প শুনেছি, পরে সেটা রুশ ভাষায় কবিতার আকারে পড়েছি সামিউল মারশাকের কলমে। গল্পের মূল কথা দুই বুড়ো ও বুড়ি বাজী ধরেছেন। যে আগে কথা বলবে সেই হেরে যাবে। এদিকে ঘরে চোর ঢুকে এক এক করে সব নিয়ে যাচ্ছে। পাছে বাজিতে হেরে যায় তাই দু'জনেই মুখে কুলুপ এঁটে বসে আছেন।
বাংলাদেশের চার মূলনীতিতে বিশ্বাসী অনেকেই পাছে লাল বদর বা স্বৈরাচারের দোসর ট্যাগ পেয়ে বন্ধুত্ব নষ্ট হয় এই ভয়ে পরস্পরের সাথে কথা বন্ধ করে বসে আছে। এই সুযোগে চোর এসে বায়ান্ন, একাত্তর, বাহাত্তরের সংবিধান, জাতীয় সঙ্গীত একে একে সব চুরি করে নিয়ে যাচ্ছে। এরা হয়তো একদিন কথা বলা শুরু করবে। কিন্তু ততদিনে দেশটাই হাতছাড়া হয়ে যাবে।
দুবনার পথে, ১২ মে ২০২৫
No comments:
Post a Comment