Monday, May 19, 2025

প্রেম

কথা ছিল ইউক্রেন ফ্রান্স তথা ইউরোপের মত উন্নত ও সম্পদশালী দেশ হবে। এমানুয়েল সহ ইউরোপের কোন নেতাই সেই কথা রাখতে পারেনি তাই নিজেই ভলদেমিরের পর্যায়ে নেমে এসেছে ইউরোপকে অর্থনৈতিক মন্দা তথা দারিদ্র্যের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। অনেকটা সেই গল্পের মত। সুন্দরী কিন্তু দরিদ্র মহিলাকে কোটিপতি করতে গিয়ে কোটিপতি আজ নিজেই পথের ভিখারি। এরই নাম প্রেম।

মস্কো, ১৯ মে ২০২৫

No comments:

Post a Comment