Monday, May 5, 2025

ভাবনা

দুর্বৃত্ত যখন বন কাটে, তখন প্রথমে কাটে ছোট ছোট দুর্বল গাছপালা যাতে বড় গাছ নিয়ে নিরাপদে বেরিয়ে যেতে পারে। বড় গাছও কাটা পড়ে, একটু পরে। দেশে যারা সংখ্যালঘু সহ বিভিন্ন দুর্বল জনগোষ্ঠীর উপর অন্যায় অবিচার দেখে চুপ করে বসে আছে তাদের কিছু হবে না বলে তারা আসলে দুর্বৃত্তদের হাত পাকাতে দিচ্ছে। কে না জানে শাহরিয়ার কবির, সুমী কায়সার, সুবর্ণা মুস্তাফা, চিন্ময় দাস, সাকিব আল হাসান সহ শত শত মানুষের বিরুদ্ধে খুনের মামলা মিথ্যা? সাজানো মিথ্যার বিরুদ্ধে আজ না দাঁড়ালে একদিন আপনি আমি আমরা সবাই মিথ্যা অভিযোগে অভিযুক্ত হব। তখন আর পাশে দাঁড়ানোর, হাত বাড়ানোর কেউ থাকবে না। আজ অন্যের বিপদে পাশে না দাঁড়ালে আপনিও একদিন বিপদ এড়াতে পারবেন না।‌ এখনই ভাবুন আপনি কার পক্ষে - নিজের পক্ষে নাকি সেই সব মানুষের পক্ষে যারা আপনার জীবনের খোলনলচে পাল্টে দিতে চায়, দিতে চায় খারাপের দিকে?

দুবনার পথে, ০৫ মে ২০২৫

No comments:

Post a Comment