Wednesday, April 30, 2025

কল্পনা

বাংলাদেশের ইদানিং কালের সার্বিক অবস্থা দেখে মনে হয় কিছু দিনের মধ্যেই প্রগতিশীল রাজনীতিবিদরা নতুন দলীয় সঙ্গীত দিয়ে দিন শুরু করবে। দেশকে উদ্দেশ্য করে তারা গাইবে

আমার বলার কিছু ছিল না না গো
আমার করার কিছু ছিল না।
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে

দুবনা, ৩০ এপ্রিল ২০২৫

No comments:

Post a Comment