Thursday, April 10, 2025

অভিনয়

সরকার পরিবর্তন হলেই একটা নতুন বাংলাদেশের উদ্ভবের কথা শোনা যায়। বলা হয় সুযোগের নতুন দ্বার খুলে গেছে। কিন্তু বাস্তবতা হল সুযোগ আসে অল্প কিছু মানুষের জন্য আর অধিকাংশ মানুষ যে আঁধারে ছিল সেখানেই থেকে যায়। এরা শুধু বাহক, যাদের পিঠে চড়ে কিছু মানুষের ক্ষমতার ও ভাগ্যের রদবদল হয়। যতদিন পর্যন্ত না সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে ততদিন সরকার পরিবর্তন নিতান্তই রুটিন মাফিক কাজ। তারপরও সাংবিধানিক ভাবেই সরকার পরিবর্তন হওয়া দরকার, দরকার নির্বাচন। বছর বদলে মানুষের ভাগ্যের পরিবর্তন না হলেও পৃথিবীকে সূর্যের চারদিকে ঘুরতেই হবে। অন্যথায় পৃথিবীর অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হবে। দেশও অনেকটা সেরকমই। তাকেও নিয়ম মেনে চলার অভিনয় করে যেতে হয়।

দুবনা, ১০ এপ্রিল ২০২৫

No comments:

Post a Comment