Wednesday, April 23, 2025

অন্ধত্ব

কেউ যখন নিজের মতবাদটিকেই শ্রেষ্ঠ মনে করে সেটা হয় ভিন্নমত পোষণকারীদের জন্য অশনি সংকেত। আর শ্রেষ্ঠত্বের দাবীদার যদি হয় মূর্খ, পৃথিবীর বৈচিত্র্য সম্পর্কে অজ্ঞাত তাহলে বিপদ এড়ানো প্রায় অসম্ভব। এরকম লোকের সংখ্যা যদি হয় অগণিত আর এদের ম্যানিপুলেট করার জন্য যদি থাকে কোন ধূর্ত রাজনৈতিক বা ধর্মীয় নেতা তাহলে তো সোনায় সোহাগা।

পৃথিবীর ইতিহাসে বার বার এমন ঘটনা ঘটেছে। সমাজে অবহেলিত কোন মানুষ হঠাৎ করেই পেয়ে গেছে আলাদীনের চেরাগ। কোন কিছু করতে হবে না শুধু অন্ধভাবে আমাকে অনুসরণ কর, তাহলেই বিশ্বের সব সম্পদ সব সুখ তোমার। যারা মানব সমাজকে বার বার ভুল পথে নিয়ে গেছে তাদের একজন ছিল হিটলার। বিভিন্ন ফাইনান্সিয়াল পিরামিডের নেতারাও এই একই পথের পথিক। ধর্মগুরুদের কথা আর নাই বা বললাম। এদের হাত ধরেই আসে কাশ্মীরের সন্ত্রাস। ধর্ম পরিচয়ে নিরীহ মানুষকে খুন করা আর যাই হোক জাতীয় মুক্তির আন্দোলন হতে পারে না।

দুবনা, ২৩ এপ্রিল ২০২৫

No comments:

Post a Comment