Thursday, April 3, 2025

চকলেট বিলি

প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর বিভিন্ন পরিমাণ ট্যাক্স ধার্য করছেন আর দেশগুলো অবনত মস্তকে সেই আদেশ শিরোধার্য করে নিচ্ছে। এটা দেখে আমার মধ্যযুগীয় কোন সম্রাটের হারেমের দৃশ্য মনে পড়ছে। সূলতান তাঁর শত শত উপপত্নীকে জড়ো করে কাকে কতটুকু ভালোবাসেন বা কাকে কতটুকু শাস্তি দেবেন তা ঘোষণা করছেন আর উপপত্নীরা ভাবছে কিভাবে তাদের উপর আরোপিত এই শাস্তি কিছুটা হলেও লাঘব করা যায়। অথবা কেউ ভাবতে পারেন এটা আসলে বাচাদের মধ্যে চকোলেট বিলি করার উৎসব। কতই রঙ দেখি দুনিয়ায়!!!

দুবনা, ০৩ এপ্রিল ২০২৫

No comments:

Post a Comment