Thursday, April 17, 2025

কুসংস্কার

সংস্কার আগে না নির্বাচন আগে দেশে এটা অনেকটা ডিম আগে না মুরগি আগে এই চিরন্তন বিতর্কের আকার ধারণ করেছে আর এই বিতর্ক জিইয়ে রেখে তত্ত্বাবধায়ক সরকার যতটা না দেশের তারচেয়ে বেশি নিজেদের ভবিষ্যতের তত্ত্বাবধান করে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে ও জনজীবন যারপরনাই অতিষ্ঠ করে তুলছে। অবশ্য আমাদের দেশের সরকারের কাজই এটা। কিন্তু দেশ যখন কুসংস্কারে ভরা তখন সংস্কার যে কুসংস্কার হবে না সেই গ্যারান্টি কোথায়? বিগত দীর্ঘ সময়ের সমস্ত সংস্কারই তো আমাদের আধুনিক যুগ থেকে মধ্য যুগে নিয়ে গেছে। আমার কেন যেন মনে হয় কুসংস্কারাচ্ছন্ন দেশে সংস্কার সংস্কার বলে যারা গলা ফাটাচ্ছে তারা আসলে জনগণকে নতুন পদ্ধতিতে ধোঁকা দিচ্ছে।

দুবনা, ১৭ এপ্রিল ২০২৫

No comments:

Post a Comment