Friday, April 11, 2025

আহা কি আনন্দ আকাশে বাতাসে

সমস্যা মনে হয় শব্দে নয়, সমস্যা উপলব্ধিতে। দেশের বিনীত সেবকদল মানে সরকার ইতিমধ্যেই বুঝে গেছে যে দেশ ও দশের মঙ্গল করা তাদের সামর্থ্যের বাইরে। তাই আত্মসমালচনায় দগ্ধ হয়ে মঙ্গল শোভাযাত্রার নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা রেখেছে। নতুন বছরকে বরণ করা হবে, আনন্দ মিছিল হবে এতে ভুল নেই। মঙ্গলের গ্যারান্টি যখন দেয়া যাচ্ছে না তখন অন্তত যাতে কেউ মিথ্যাবাদী অপবাদ দিতে না পারে সেজন্য নাম পালটানো হল। আশা করি ভবিষ্যতেও তারা সামর্থ্য অনুযায়ী আশ্বাস দিয়ে জনগণকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকবে।

বিঃ দ্রঃ যতদূর জানি মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত। এই নাম পরিবর্তন কি এই শোভাযাত্রার স্বীকৃতি বা স্ট্যাটাসের ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে?

দুবনা, ১১ এপ্রিল ২০২৫

No comments:

Post a Comment