রামায়ণ মহাভারত এসব গ্রন্থে আমরা অনেক তাপসের কথা জানতে পাই যাদের তপস্যায় খুশি হয়ে স্বয়ং ভগবান পর্যন্ত চলে এসেছেন বর দানের জন্য। যারা শুধু জ্ঞানার্জনের জন্য তপস্যা করতেন তাদের তেমন কিছু চাইতে শুনিনি কিন্তু যারা তপস্যার দ্বারা অসীম শক্তি লাভ করতে চেয়েছেন যেমন রাবণ, কুম্ভকর্ণ, ইন্দ্রজিত তারা সেটা পেলেও বিপদের সময়ে রক্ষা পাননি। তাই আমরা কি চাই আর পেলে কতটুকু নিয়ে সন্তুষ্ট থাকি সেটা গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেকেই হয়তো দেশ ও জনগণের সেবা করার মহৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে নামে, আন্দোলন করে। কিন্তু বিজয়ের পর বিপুল সম্পদ আর ক্ষমতার অবাধ (অপ)ব্যবহারের লোভ খুব কম লোকই সামলাতে পারে। ফলে এদের রাজনৈতিক জীবন, কখনও কখনও জীবন হয় সংক্ষিপ্ত। এরজন্য শুধু এরা নিজেরাই দায়ী নয়, দায়ী দীর্ঘ দিন ধরে বিদ্যমান রাজনৈতিক (অপ)সংস্কৃতি।
মস্কো, ২১ এপ্রিল ২০২৫
No comments:
Post a Comment