Friday, April 18, 2025

প্রশ্ন

একটা সময় ছিল যখন দু চার টাকার জন্যেও মানুষের কাছে হাত পাততে হত, মানে ধার চাইতে হত। তখন অনেকেই লাখ লাখ টাকার গল্প শোনাত। তাই অনেক সময় পাঁচ দশ টাকা ধার চেয়ে তাদের আর বিব্রত করতে মন চাইত না। আজকাল প্রায়ই সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা বিনিয়োগের গল্প শুনি, অন্যদিকে সাধারণ মানুষ বেতনের অল্প টাকা না পেয়ে নিদারুন কষ্টে দিন কাটায়। আচ্ছা এসব গল্প কি সাধারণ মানুষ যাতে তাদের সামান্য বেতন চাইতে লজ্জা পায় সেজন্যেই শোনানো হয়?

দুবনা, ১৮ এপ্রিল ২০২৫

No comments:

Post a Comment