Sunday, April 13, 2025

সমস্যা

আমাদের সবচেয়ে বড় সমস্যা হল সমাধান। প্রায় প্রতিটি সমস্যার একাধিক সমাধান থাকে। আর আমরা ঠিক সেই সমাধান গ্রহণ করি যা এই মুহূর্তে কষ্ট লাঘব করে কিন্তু অদূর ভবিষ্যতে যা বড় বিপদ ডেকে আনে। এই যে অদূরদর্শিতা - এটা আমাদের মজ্জাগত। ফলাফল - দেশ বারবার নতুন করে পুরানো জায়গায় ফিরে আসে আর জনগণের দুর্দশা চক্রবৃদ্ধি সুদের মত বাড়তে থাকে।

মস্কোর পথে, ১৩ এপ্রিল ২০২৫

No comments:

Post a Comment