Wednesday, April 23, 2025

অসুখ

শেখ হাসিনা বলেছিলেন তাঁর পিএসের কয়েক শ'কোটি টাকা উপার্জনের কথা। অন্যদের সীমাহীন দুর্নীতি করার সুযোগ দান সহ অন্যান্য অনেক ব্যাপারেই তাঁকে অভিযুক্ত করা হয়, স্বৈরাচারী বলা হয়। দেশকে এসব পাপ থেকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে বিপ্লবীরা ক্ষমতা দখল করে। এখন এদের পিএসরা শুনছি কোটি টাকার মালিক। সব দেখে মনে হয় শেখ হাসিনা ইতিমধ্যে একটি ভাইরাল রোগে পরিণত হয়েছেন আর নব্য উপদেষ্টা, সমন্বয়ক, তাদের আত্মীয় স্বজন ও সহযোগীরা হাসিনা রোগে আক্রান্ত হয়ে ছোট ছোট দুর্নীতিবাজ, স্বৈরাচারী, আয়না ঘরের মালিক এসব বনে যাচ্ছে।

দুবনা, ২৩ এপ্রিল ২০২৫

No comments:

Post a Comment