কিছু জিনিস জন্ম দাগের মত আমাদের সারাজীবন অনুসরণ করে। ফলে কিছু মানুষ আজীবন সরকারি দলেই থাকে তা সরকার যত ভিন্ন আদর্শের হোক না কেন। কে না জানে বর্তমান সরকারের অনেক সমন্বয়কের আওয়ামী অতীতের কথা। আবার এই নিয়তির তাড়া খেয়েই জন নিপীড়নে সব সরকার প্রায় একই পন্থা অবলম্বন করে। তাই কিছু মানুষ আজীবন বিরোধী দলেই থেকে যায়। এ যেন তেল আর জলের অবস্থা। প্রসঙ্গত - দেশে তেলের দাম বাড়লো। এটা অবশ্য জনবান্ধব কাজ। কোন সরকারই চায় না যে জনগণ তাদের তেল মারুক। কিন্তু নাছোড়বান্দা জনগণ তেল মারবেই। তাই তেলের দাম না বাড়িয়ে সরকারের কোন উপায় থাকে না।
দুবনা, ১৯ এপ্রিল ২০২৫
No comments:
Post a Comment