Wednesday, April 9, 2025

নেতা

খবরে প্রকাশ শুল্ক বানিজ্যে ইলন হারিয়েছেন ১৩৫ বিলিয়ন, দোলন ৫০০ মিলিয়ন। নিজের পায়ে কুড়াল মারা যে নেহাত প্রবাদ নয় সত্য সেটা আবারো প্রমাণিত হল। অথবা এটাকে বলা যায় সামনে থেকে নেতৃত্ব দেয়া হোক না সেটা বিপর্যয়। আমার কেন যেন মনে হয় প্রফেসরের কাছ থেকে কয়েকটি লেসন নিলে বিশ্বের এই বানিজ্য বিপর্যয়েও এরা নিজেদের ক্যাপিটাল বাড়াতে পারতেন।

দুবনা, ০৯ এপ্রিল ২০২৫

No comments:

Post a Comment