কথায় আছে মানুষ অভ্যাসের দাস। বিগত পনের বছর না হলেও দশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে সেনাবাহিনী ও আমলাদের দয়ায়। এরা একে অন্যের সম্পূরক হিসেবে পরস্পরকে যথেচ্ছ ভাবে শাসন ও শোষণ করার হোল সেল লাইসেন্স দিয়েছে। এখন সেনাবাহিনী ও আমলারা সমর্থন তুলে নিলে ক্ষমতা থেকে বিতাড়িত আওয়ামী লীগ মোদি ও ট্রাম্পের প্রশস্ত পিঠে চড়ে ক্ষমতায় ফিরে আসতে চাইছে। ২০০৯ সালে বিপুল জনপ্রিয়তা পেয়ে যে দল ক্ষমতায় এসেছিল ও বিগত দশ বছরে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আঁতাত করে যে দল ক্ষমতায় টিকে ছিল, ক্ষমতাচ্যুত হবার পরেও তারা যদি শত্রু মিত্র চিনতে না পারে এমন দলের প্রয়োজন বাংলাদেশের মানুষ কি আদৌ অনুভব করবে? মোদি ট্রাম্প - এদের উপর ভরসা নয়, নিজেদের ভুল স্বীকার করে জনগণের কাছে ফিরে গিয়েই কেবল আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারবে। অন্য যেকোনো পথ তাকে চিরতরে মুছে দেবে বাংলাদেশের বুক থেকে যেমন দিয়েছে মুসলিম লীগকে।
দুবনা, ০৪ এপ্রিল ২০২৫
No comments:
Post a Comment