Tuesday, April 1, 2025

মব

যদি কর্ম সংস্থান করতে না পার তবে বেকারত্ব দূর হবে না। মবের রাজনীতি বেকারত্ব দূর না করলেও বেকারদের ব্যস্ত রাখে। দেশের সবচেয়ে প্যাসনারী মানুষদের বিদ্রোহী শক্তি যা সরকারের অযোগ্যতার বিরুদ্ধে প্রতিবাদী হবার কথা ছিল তাকে প্রজাদের আরেক অংশের বিরুদ্ধে চালিত করার নামই মব রাজনীতি। এটা সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে সৃষ্ট ও পুষ্ট। বর্তমান বাংলাদেশে মব সরকারের শুধু চালিকাশক্তিই নয়, প্রাণ ভোমরাও।

দুবনা, ০১ এপ্রিল ২০২৫

No comments:

Post a Comment