Sunday, April 13, 2025

শুভ নববর্ষ

ব্রাহ্মণের পৈতা আর মোল্লার টুপির মতই শোভাযাত্রার মঙ্গল। মঙ্গল কেটে দিলে শোভাযাত্রার শোভা লোপ পায়, একে কেমন যেন সাতরঙা ব়্যালি ব়্যালি মনে হয়। যে আনন্দ মঙ্গল বয়ে আনে না সেটা আনন্দ নয়, হায়েনার হাসি। যারা মঙ্গলকে নানা অজুহাতে নির্বাসনে পাঠায় তাদের উপস্থিতিই দেশের জন্য সবচেয়ে অমঙ্গলের। অমঙ্গল বিদায় করে দেশ বাঁচানোর শ্লোগান হোক এবারের নববর্ষের প্রতিজ্ঞা। শুভ নববর্ষ। যারা নিজেদের বাঙালি মনে করে, যারা বাংলা ও বাঙালির সংস্কৃতিতে বিশ্বাস করে তাদের সবার মঙ্গল হোক!

মস্কো, ১৪ এপ্রিল ২০২৫

No comments:

Post a Comment