মৃতেরও জাতি থাকে
থাকে ধর্ম থাকে দেশ
মৃত্যু নিয়ে রাজনীতি
জমে আজ উঠেছে বেশ
সন্ত্রাসীর দেশ থাকে
থাকে ধর্ম পরিচয়
কারোও কাছে ঘৃণিত সে
কারোও চোখে বীর হয়
এ অনেকটা নয় আর ছয়
তফাৎ শুধু দৃষ্টিকোণ
সত্য মিথ্যা শত্রু হলেও
প্রায়ই তারা যমজ বোন
পৃথিবী ভাই বড্ডো কঠিন
আরও কঠিন মানুষ মন
কালকে সেই তোমার শত্রু
আজ যে ছিল আপনজন
দুবনা, ২৯ এপ্রিল ২০২৫
No comments:
Post a Comment