Wednesday, April 9, 2025

সমস্যা

মানুষের সমস্যা হল সে সবসময় সব কিছুতেই প্রতিপক্ষকে ছাড়িয়ে যেতে চায়। প্রতিপক্ষ বন্ধু হলে সে চায় ভালোবাসায় তাকে ছাড়িয়ে যেতে, শত্রু হলে ঘৃণায়। ফলে সে নিজেই নিজের প্রতিপক্ষ হয়। আমাদের রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা নেই, আছে ঘৃণা। তাই প্রতিটি সরকার আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। কারণ তার ভেতরে উপচে পড়া ঘৃণা শুধু প্রতিপক্ষের নয়, জনগণের জীবনও বিশাক্ত করে তোলে। যে আমার সাথে নয় সে আমার শত্রু। এই স্লোগান সামনে রেখে নির্যাতন চলে লাখ লাখ সাধারণ মানুষের উপর যারা শুধুই দেশের পক্ষে থাকতে চায়, দেশের জন্য কথা বলতে চায়। অন্য সময়ের কথা বলতে পারব না তবে আমাদের সময়ে মনে হয় একমাত্র নেলসন ম্যান্ডেলা এই স্রোতের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছিলেন। ভালোবাসা আর ঘৃণা এক সাথে চলতে পারে না। খেলাধুলায় সময়সীমা থাকে তাই খেলার শেষে ফলাফল যাই হোক সবাই হাসিমুখে বিজয়ীকে অভিনন্দন জানাতে পারে, প্রতিদ্বন্দ্বিতা ভুলে বন্ধু হতে পারে। রাজনীতিতে দিন দিন সেটা অসম্ভব হয়ে যাচ্ছে। ফলে বাড়ছে মানুষের দুঃখ। এটা মনে হয় আজ বিশ্বের সর্বত্রই।

দুবনা, ০৯ এপ্রিল ২০২৫

No comments:

Post a Comment