Monday, December 30, 2024

প্রশ্ন

শিক্ষার মূলে রয়েছে প্রশ্ন। মানুষ প্রশ্ন করতে পারে কোন বিষয়ে খুঁটিনাটি জানার আগ্রহ থেকে। আবার প্রশ্ন করতে পারে ঐ বিষয়টি সঠিক কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশের জন্য। আবার প্রশ্ন করতে পারে উক্ত পথের উৎকর্ষতা নিয়ে। এক কথায় প্রশ্ন করার বিভিন্ন কারণ থাকতে পারে আর সবগুলোই উক্ত বিষয়ে নিজের বোঝাপড়া ঝালাই করার জন্য। যদিও অনেকেই প্রশ্ন করে প্রশ্ন করার জন্য, কোন বিষয়ে জানার অনিচ্ছা থেকে, ঐ বিষয়ের প্রতি অন্ধ অবিশ্বাস থেকে। কিন্তু আমাদের দেশে অনেক সময়ই বড়রা প্রশ্ন করাটা অবাধ্যতা হিসেবেই গণ্য করে। তাদের ধারণা তারা যা কিছু বলে ছোটদের উচিৎ প্রশ্ন না করে সেটা পালন করা। এটা কি আমাদের ধর্মীয় শিক্ষা থেকে যেখানে বিশ্বাসই একমাত্র পুঁজি, যেখানে প্রশ্ন বা সন্দেহ করার অবকাশ নেই? সেটাই কি আমাদের বিজ্ঞানমনস্ক হবার পথে একমাত্র না হলেও সবচেয়ে বড় বাধা?

দুবনা, ৩০ ডিসেম্বর ২০২৪

Friday, December 27, 2024

দায়িত্ব

আগে ক্ষমতা গ্রহণ করার আরেক নাম ছিল দায়িত্ব নেয়া, এখন সব দেখে মনে হয় ক্ষমতা গ্রহণ করার অন্য নাম দায়িত্ব না নেয়া। আমেরিকায় আভ্যন্তরীণ সমস্যা - কে দায়ী? রাশিয়া। ইউরোপে তেল গ্যাসের দাম বেশি। কে দায়ী? পুতিন। ছাত্র জনতা কোটার বিরুদ্ধে আন্দোলন করল। কে দায়ী? বিএনপি-জামাত। সচিবালয়ে আগুন লাগলো। কে দায়ী? আওয়ামী লীগ। যারা ক্ষমতায় আছে তারা যদি কিছুই করতে না চায় বা না পারে বা কোন কিছুর দায়িত্ব না নেয় - তাহলে দায়িত্ব নেয়া মানে ক্ষমতায় যাওয়া কেন? এভাবে কিছু দিন পরে লোকজন বলতে শুরু করবে - তার অসুখের জন্য ডাক্তার দায়ী কারণ ডাক্তার তাকে সতর্ক করেনি যদিও সে ডাক্তারের কাছে যায়ই নাই, অথবা সে যে ক্ষুধার্ত তার দায় ক্ষুধার, আলসেমি করে তার কাজ না করার সাথে এর কোন সম্পর্ক নেই। কী এক ন্যারেটিভ রে বাবা।

দুবনা, ২৭ ডিসেম্বর ২০২৪

Wednesday, December 25, 2024

জেব্রা

রাশিয়া মানেই রঙ্গ বেরঙের চুটকি। সোভিয়েত আমলে, যখন মত প্রকাশের স্বাধীনতা ছিল সীমিত তখন চুটকিই ছিল প্রধান অস্ত্র। আর এসবের মধ্য দিয়েই মানুষ তাদের মতামত প্রকাশ করত। এক রুশকে তার বন্ধু জিজ্ঞেস করল

- কেমন আছ? কেমন চলছে দিনকাল?
- জীবন হচ্ছে জেব্রার মত - সাদা আর কালো স্ট্রাইপ বা আলো আঁধারের পালাক্রম।
- তা তোমার এখন কোন পর্যায়ে চলছে?
- আগে ভাবতাম আঁধারে আছি তাই আলোর জন্য লড়াই করেছি। এখন দেখছি সেটাই ছিল আলোকিত। গোধূলির আবছা আলো থেকে এখন অমানিশার গভীর অন্ধকারে ডুবে যাচ্ছি দিন দিন।

এই রুশ জোকটি পৃথিবীর বিভিন্ন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বোঝার জন্য বেশ সহায়ক। এজন্যেই রুশরা বলে সব চুটকিই আংশিক চুটকি, বাকিটা সত্য।

দুবনা, ২৫ ডিসেম্বর ২০২৪

Sunday, December 22, 2024

আত্মপক্ষ

চোরও অন্যের চুরি করাকে ঘৃণার চোখে দেখে, অন্য চোরের শাস্তি দাবি করে। কিন্তু তাই বলে নিজেরা চুরি বন্ধ করে না। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা অনেকটা এই রকম। অন্য দলের স্বৈরাচার, ঘুষ, দুর্নীতির নিন্দা করলেও নিজ দলের স্বৈরাচার, ঘুষ, দুর্নীতিকে সব দলই আইন বলে মনে করে। ও কুকুরের বাচ্চা বটে তবে আমাদের কুকুরের বাচ্চা। একই থিওরি এখানে - এসব অন্যায় বটে তবে আমাদের অন্যায়। আর আমরা যেহেতু রাজা তাই আমরা যা করি সেটাই আইন, তবে আমাদের জন্য, আর জনতার জন্য সেটাই আইন যা আমরা বলি। 

মস্কো, ২৩ ডিসেম্বর ২০২৪

স্বাধীন

শুধু মাত্র তারাই সত্যিকার অর্থে স্বাধীন যারা অন্যের স্বাধীনতা সম্মান করতে পারে, অন্ততঃ নিজের দিক থেকে অন্যের স্বাধীনতা নিশ্চিত করতে যথাসম্ভব চেষ্টা করে। আজ পৃথিবী জুড়ে যে আগ্রাসী আবহাওয়া সেটা এই অন্যের অধিকার অস্বীকার করার পরিণাম।

মস্কোর পথে, ২২ ডিসেম্বর ২০২৪

Saturday, December 21, 2024

শৈশব

একটা বয়সে বাচ্ছাদের মনে হয় তারা সব জানে, সব সমস্যার উত্তর তাদের কাছে আছে। তখন বড়রা যাই করুক না কেন সেটা তাদের মধ্যে বিরক্তির উদ্রেক করে। মনে করে তাদের বর্তমান সব দুর্দশার কারণ পূর্বসূরীরা। এক সময় তারাও বড় হয় কিন্তু ততদিনে অনেক জল গড়িয়ে যায় পদ্মায়। আমাদের বর্তমান শাসকদের কথাবার্তা শুনলে মনে হয় তারা এখনও সেই বয়স পেরিয়ে আসতে পারেনি। রাজনীতিতে তারা এখনও শৈশবে বিচরণ করছে।

দুবনা, ২১ ডিসেম্বর ২০২৪

Thursday, December 19, 2024

ঝগড়া

অনেক আগে কেউ যখন জিজ্ঞেস করত বিয়ে করেছি কেন, উত্তর দিতাম ঝগড়া করার জন্য। বাইরের কারো সাথে ঝগড়া করা রিস্কি, কিন্তু বৌয়ের সাথে রিস্ক নেই বা থাকলেও কম। মনে হয় যারা উত্তর শুনেছিল তাদের কেউ কেউ তাবলীগ করতে গেছে আর ওখানে বিধর্মী কাউকে না পেয়ে নিজেরা নিজেরাই মনের সুখে ঝগড়া করছে।

শিক্ষাঃ ঝগড়াঝাটি জীবনের অবিচ্ছেদ্য অংশ। সে জন্য হলেও দেশে বিভিন্ন ধর্মের লোকজন থাকা দরকার। নাহলে ঝগড়া জমে না। দেখেন না আমেরিকা সোভিয়েত ইউনিয়নের পতনের পর কি বিপদেই না পড়েছিল। রাশিয়া নিজের পায়ে না দাঁড়ালে তাকে তো কানাডার সাথেই পাছড়া পাছড়ি করতে হত।

দুবনা, ১৯ ডিসেম্বর ২০২৪

Wednesday, December 18, 2024

অনুভূতি

হাড্ডিও আজকাল অনুভূতি প্রবণ হয়ে উঠেছে। বার্ধক্যের পূর্বাভাস মনে হয়। আজ -১৩ মাত্র। কিন্তু এতেই হাড্ডি হাড্ডাহাড্ডি লড়াই করল আমার সাথে বাইরে যাবে না বলে গোঁ ধরে। তবে আমিও কম স্বৈরাচারী নই। হাড্ডি আমার, সুতরাং ইচ্ছাও আমার। কর্তার ইচ্ছায় কর্ম। হাড্ডি তুমি যতই না চাও বাইরে তোমায় যেতেই হবে। 

দুবনা, ১৮ ডিসেম্বর ২০২৪

Tuesday, December 17, 2024

সন্ত্রাস

আজ মস্কোয় সন্ত্রাসী ঘটনায় জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন। বাংলাদেশের সংবাদপত্রে দেখলাম তাকে বলা হয়েছে পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান। তিনি আসলে রেডিয়েশন, কেমিক্যাল ও বাইয়োলজিক্যাল সুরক্ষা বাহিনীর প্রধান। ধারণা করা হচ্ছে যে এর পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। বোমা সহ একটি স্কুটার তার বাসার নীচে গাড়ির পাশে রাখা হয়েছিল। উল্লেখ করা যেতে পারে যে এখন সমস্ত বাসার সামনে এরকম অসংখ্য স্কুটার থাকে। অল্প ভাড়ায় এগুলো ব্যবহার করা যায়। এটা তরুণ সমাজের প্রিয় যানবাহন। আরও একটি বিষয় বলা দরকার যে এখানে জেনারেলরা আমাদের দেশের মত ক্যান্টনমেন্টে থাকেন না। তারা সাধারণ মানুষের মতই বহুতল বাড়িতে থাকেন। মস্কোয় এক সময় আমার পাশের বাসায় এক সোভিয়েত জেনারেল থাকতেন। তাই এদের জন্য আলাদা কোন নিরাপত্তা ব্যবস্থা থাকে না। কেউ কেউ ইনবক্সে ঘটনা জানতে চাইলেন বলে লিখলাম। এটা যে ইউক্রেন যুদ্ধে খুব বেশি পরিবর্তন আনবে তা নয়। এর আগেও ইউক্রেন বিভিন্ন সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়েছে। এটা হয়তো নতুন করে জানান দেয়া যে যুদ্ধে পরাজিত হলেও এ ধরণের চোরাগুপ্তা আক্রমণ অব্যাহত থাকবে। দেখার বিষয় রাশিয়া এখন কী পদক্ষেপ নেয়।

দুবনা, ১৭ ডিসেম্বর ২০২৪

Wednesday, December 11, 2024

দেশ

পৃথিবীর সব দেশেই বিভিন্ন মতাবলম্বী মানুষ থাকে। তারা রাজনৈতিক দল গঠন করে দেশ চালনায় নিজেদের চিন্তা ভাবনা বাস্তবায়ন করার চেষ্টা করে। এজন্যে সবাই যে সরকার গঠন করে বা করতে পারে তা নয়, বাইরে থেকেও তারা দেশের রাজনৈতিক, সামাজিক জীবনে অংশগ্রহণ করে। এর প্রধান কারণ তারা জানে দেশ একান্নবর্তী পরিবার নয় যে চাইলেই পুরানো বাড়ি ভাগ করে আলাদা ভাবে নতুন নতুন জীবন শুরু করা যায়। দেশ হল মা - সবাই মিলে যার দেখভাল করা যায়, যত্ন করা যায় কিন্তু ভাগ করা যায় না। ১৯৪৭ সালে আমরা সেটাই করেছি। বর্তমান বাংলাদেশের অবস্থা ঠিক তেমন না হলেও অনেকটা কাছাকাছি। এখানে কেউ ভিন্ন হতে চায় না, তবে ক্ষমতাসীনরা সব সময়ই ক্ষমতার বাইরে থাকা লোকদের ত্যাজ্যপুত্র করতে চায়। অনেক সময় সফল হয়। কেন? আমরা দেশকে মা মনে করি না। তাই আমাদের ভ্রাতৃত্বের বন্ধন তেমন শক্তিশালী নয়। আমরা একে অন্যের প্রতিদ্বন্দ্বী যাদের মূল উদ্দেশ্য শান্তিপূর্ণ সহাবস্থান নয়, সমস্ত ক্ষমতা ও সম্পদ কুক্ষিগত করা। তাই অন্যদের কাছ থেকে আমরা চাই শর্তহীন আনুগত্য না হয় নির্বাসন। এটাও আমাদেরই দেশ। 

দুবনা, ১১ ডিসেম্বর ২০২৪

Tuesday, December 10, 2024

পচন

সোভিয়েত ইউনিয়নে একটি জোক ছিল। এক আমেরিকান মস্কো এসেছে বেড়াতে। কথা হচ্ছে এক সোভিয়েত বন্ধুর সাথে রেড স্কয়ারে দাঁড়িয়ে। 

আমাদের দেশে গণতন্ত্র। আমি চাইলেই হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি রিগ্যান নিপাত যাক।
শুনে সোভিয়েত বন্ধু বলল 
ও এই হল গণতন্ত্র! তাহলে আমাদের দেশেও গণতন্ত্র আছে। এই দেখ বলেই সে রেড স্কয়ারে দাঁড়িয়ে উচ্চ স্বরে শ্লোগান দিল - রিগ্যান নিপাত যাক। 

জোকটা মনে পড়ল আমেরিকাবাসী এক প্রগতিশীল বাংলাদেশীর পোস্ট দেখে। সারা বিশ্বে যখন বাইডেন এন্ড কোং একের পর এক যুদ্ধ লাগিয়ে যাচ্ছে তখনও সে পুতিনের মুণ্ডুপাত করে যাচ্ছে। একেই বলে প্রগতিশীলতার পচন। অবশ্য হতে পারে এটাই আমাদের জাতীয় চরিত্র - সব দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেবার চিরায়ত অভ্যাস।

দুবনা, ১০ ডিসেম্বর ২০২৪

Monday, December 9, 2024

সাম্য

সমানাধিকারের কথা বলে আন্দোলন বা বিপ্লবে অংশগ্রহণ করলেও এই অধিকারের ধারণা একেক জনের একেক রকম। শ্রমিক বা কৃষকের কাছে অধিকার মানে শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করা ও সৎ পথে উপার্জিত অর্থে দু'বেলা পেটপুরে খেয়ে পরে সন্তানদের মানুষ করা। সেখানে নেতারা চায় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে জাতীয় সম্পদ বন্টনের নিরঙ্কুশ অধিকার। তাই একসাথে আন্দোলন করলেও লক্ষ্য থাকে ভিন্ন। এমনকি অনেকের লক্ষ্য থাকে সবার শ্রমে অর্জিত ফসলের পুরোটাই নিজের ঘরে তোলা। কিন্তু ব্যর্থতার দায় কেউ নিতে চায় না। ব্যর্থতা সবার মধ্যে সমান ভাবে বন্টন করা হয়। এক্ষেত্রে মানুষ সাম্যবাদী।

মস্কো, ০৯ ডিসেম্বর ২০২৪

Saturday, December 7, 2024

গণতন্ত্র

এলাকায় একটা কথা আছে "ঘোমটা দিতে গিয়ে পেছন উদলা"। এই ঘটনা এখন ঘটছে পশ্চিমা গণতন্ত্রের সাথে। যখনই তাদের প্রার্থী পরাজিত হত তখনই তারা কারচুপির অভিযোগ করত বা বলত এসব দেশে নির্বাচনী ব্যবস্থা গণতন্ত্র সম্মত নয়। এবার রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থী দ্বিতীয় পর্যায়ে যেতে পারেনি আর যে প্রথম স্থান অধিকার করেছে তার মূল স্লোগান রাশিয়ার সাথে সম্পর্ক উন্নত করা, যুদ্ধে ইউক্রেনকে সাহায্য না করা। কিন্তু এবার তো নির্বাচনে কারচুপি বা নির্বাচনী ব্যবস্থা গণতন্ত্র সম্মত নয় সেই অভিযোগ করা যায় না তাই সাংবিধানিক আদালতের মাধ্যমে নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করা হয়। এভাবে চললে একদিন তারা গণতন্ত্রই বাতিল করতে পারে।

দুবনা, ০৭ ডিসেম্বর ২০২৪

Friday, December 6, 2024

উদ্যোক্তা

আমাদের প্রধান উপদেষ্টা উদ্যোগের কথা বলেন, চাকরি প্রত্যাশী নয় বরং উদ্যোক্তা হয়ে চাকরির ক্ষেত্র সৃষ্টির কথা বলেন। আমাদের দেশে প্রধান উদ্যোক্তা কে? কৃষক। কিন্তু তারা এতে কী পায়? ঋণের বোঝা। আমাদের আরও উদ্যোক্তা কে? রিক্সা চালক। তারা চাকরির আশায় বসে না থেকে সাধারণ মানুষ যাতে অপেক্ষাকৃত কম পয়সার কর্মস্থলে পৌঁছুতে পারে সেই ব্যবস্থা করে। কিন্তু তারাও তাদের উদ্যোগের পুরস্কার পায় না, বরং প্রায়ই তাদের কর্ম সংস্থান হুমকির মুখে পড়ে। মানুষের জন্য যেমন চাকরির ক্ষেত্র সৃষ্টি করতে হয় উদ্যোক্তাদের উদ্যোগকে সামনে নিয়ে যাবার জন্য তেমনি পরিবেশ সৃষ্টি করতে হয়। সমাজের এই চাকা যাতে ঠিক মত ঘোরে তার জন্য প্রতিটি অংশ সচল রাখতে হয়। সমস্যা হল সেটা আজ সবার জন্য সমান ভাবে ঘুরছে না। আর তাই সবাই আজ সমন্বয়ক বা বিপ্লবী হতে চাইছে। কারণ এখন একমাত্র এসব উদ্যোগই অর্থায়ন করা যাচ্ছে। কিন্তু সবাই যদি বিপ্লবী হয়, সবাই যদি উদ্যোগী হয় তাহলে ভোগ করবে কে আর ভোগ না করলে চাকা ঘুরবে কীভাবে?

দুবনা, ০৬ ডিসেম্বর ২০২৪

Thursday, December 5, 2024

ইতিহাস

সব দেখে মনে হচ্ছে একসময় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হবে যে "বাংলাদেশের প্রগতিশীল বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী ও বামপন্থী দলগুলোর সম্মিলিত প্রচেষ্টায় এখানে ইসলামী শাসন কায়েম হয়েছিল।" এমনও হতে পারে যে পুরস্কার হিসেবে এদের অতি সত্ত্বর চির শান্তিতে ঘুম পাড়িয়ে দেয়া হবে।

দুবনা, ০৫ ডিসেম্বর ২০২৪

Monday, December 2, 2024

সমাধান

বিচারহীনতার সংস্কৃতি আমাদের মজ্জাগত। এবার অতীতের রায় খারিজ করে আমরা নতুন দৃষ্টান্ত স্থাপন করলাম। রায়ে ভুল হতেই পারে কিন্তু একুশে আগস্টের গ্রেনেড হামলায় এতগুলো মৃত্যু তো মিথ্যা নয়। তাহলে অন্ততঃ নতুন করে কেসটি চালিয়ে যাবার প্রশ্ন আসে। আসলে পৃথিবীর কোন বিচার তো নিরপেক্ষ নয়। সরকার বরং সব বিচারের ভার ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে সবাইকে শেষ বিচারের দিন পর্যন্ত আসামিকে পলাতকের খাতায় এন্ট্রি করতে পারে। তাতে বিচার বিভাগ ও সরকার উভয়ের মুখ রক্ষা হবে।

মস্কো, ০২ ডিসেম্বর ২০২৪

Sunday, December 1, 2024

মানবিক

রামায়ণ মহাভারত থেকে জানা যায় দেবরাজ ইন্দ্র সহ সব দেবতারাই মানবিক দোষে দোষী ছিলেন। পরস্ত্রীকাতরতা, স্বজনপ্রীতি এসব কিছুই তাদের অজ্ঞাত ছিল না। বারাক ওবামা আমেরিকাকে এক্সক্লুসিভ বলে দাবি করলেও ক্লিন্টন, বাইডেনরা বারবার প্রমাণ করেছেন তারা অনেক ব্যাপারেই আমাদের মত দেশের সাথে ইনক্লুসিভ। ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি এসব কিছুই তাদেরও বড়ই আপন। প্রতিপক্ষের প্রতি তারাও আমাদের মত নীতিহীন। বাবা প্রেসিডেন্ট হলেও বাবা আর ক্ষমা পরম ধর্ম। খুব কম শিকারই ক্ষমার যোগ্য, ক্ষমা পায় শিকারীরা। হান্টার ব্যতিক্রম নয়। 

মস্কো, ০২ ডিসেম্বর ২০২৪

প্রেম বিয়ে

কাজানে বন্ধুদের সাথে গল্প হচ্ছিল। কথায় কথায় প্রেম বিয়ে এসব নিয়ে কথা উঠল। বললাম 

প্রেম হল চাকরির জন্য ইন্টারভিউ। দুই পক্ষই চেষ্টা করে পরস্পরের ভালো লাগার জন্য। আর যেহেতু দুজনাই পরস্পরের কাছে চাকরি প্রত্যাশী তাই সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে সংসার নামক অফিস ঠিকঠাক চালনার জন্য নিজের দক্ষতা প্রমাণ করতে। আর বিয়ে হল সরকারি চাকরি। একবার ঢুকলে যেমন কাজ না করেও কিছু একটা বেতন পাওয়া যায় তেমনি সেই সাথে থাকে চাকরির গ্যারান্টি। সহজে ছাঁটাই করতে পারে না। আর যদি কেউ ঘুষখোর হয় তবে পরকীয়া নামক উপঢৌকন কপালে জুটতে পারে। 

মস্কোর পথে, ০১ ডিসেম্বর ২০২৪

Friday, November 29, 2024

ন্যায্যতা

বিপ্লব বা আন্দোলন এসবও বাজার অর্থনীতির নিয়ম মেনে চলে মানে ডিম্যান্ড ও সাপ্লাই-এর নিয়মে চলে। সমাজে ন্যায়বিচারের বা ন্যায্যতার ডিম্যান্ড সবসময়ই ছিল ও থাকবে। খুব কম ব্যবস্থা বা সরকার সেটা সাপ্লাই দেয়। আর তাই এই দাবিকে আন্দোলন বা বিপ্লবে পরিণত করার সম্ভাবনা সবসময়ই থাকে। বিগত ৫৩ বছর ধরেই দেশে ন্যায়বিচারের দাবি ছিল। কিন্তু সেই দাবি সবসময়ই সফল আন্দোলনে পরিণত হয় নি। আর এই দাবি শুধু আমাদের দেশেই নয় বিশ্বের সব দেশেই ছিল, আছে, থাকবে।

মস্কো, ৩০ নভেম্বর ২০২৪

মঙ্গল

গণিতে আমরা যে সমস্ত ফাংশন ব্যবহার করি তাদের অন্যতম বৈশিষ্ট্য হল ধারাবাহিকতা। সাধারণ ভাষায় এর অর্থ হল প্রতিটি প্রতিবশী বিন্দুর পরস্পরের সাথে সদ্ভাব। আমরা যখন ঢাকায় বসে প্যালেস্টাইনের মুসলমান, দিল্লিতে বসে বাংলাদেশের হিন্দুদের জন্য সমবেদনা জ্ঞাপন করি ঠিক তখনই পাশের বাড়ির ভিন্নধর্মী মানুষের উপর অত্যাচার করি। এরফলে আমাদের সেই ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। যে ফাংশন লোকালি ধারাবাহিক নয় তা গ্লোবালি ধারাবাহিক হতে পারে না। আমরা যদি সত্যিকার অর্থেই দূরদেশে আমাদের স্বধর্মীদের মঙ্গল চাই তাহলে সবার আগে আমাদের নিজ নিজ প্রতিবেশীর প্রতি যত্নবান হতে হবে, তাদের মঙ্গল করতে হবে। আর একমাত্র তখনই আমরা মানুষ হিসেবে নিজেদের পরিচয় দিতে পারব। ঘৃণা আর প্রতিহিংসা কখনও মঙ্গল বয়ে আনে না, তারা শুধু ঘৃণার, প্রতিহিংসার জন্ম দেয়। ঘৃণা আর প্রতিহিংসার ফসল ভালোবাসা হয় না। ভালোবাসা পেতে চাইলে ভালোবাসা দিতে হয়।

মস্কোর পথে, ২৯ নভেম্বর ২০২৪

Thursday, November 28, 2024

ইতিহাস

ইতিহাস হল তা যা ইতিমধ্যেই ঘটে গেছে। একে বিকৃত করার চেষ্টা করা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। এমনকি রিসেট বাটন চেপেও না। কারণ ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে না, থাকে মানুষের মনে, থাকে লোককথায়। উপযুক্ত পরিবেশে একদিন সে বেরিয়ে আসে, সবাইকে জানায় সত্য ইতিহাস, সত্য ঘটনা।

ইতিহাস যারা বদলে দিতে চায় তাদের সম্পর্কে ইতিহাসের এক অমোঘ শিক্ষা হল

তারা অত্যাচারের অবসান ঘটায় না, শুধু অত্যাচারী বদলায়। পুরানো মদ আসে নতুন বোতলে শুধু আরোও একটু বেশি কড়া হয়ে। 

কাজান, ২৯ নভেম্বর ২০২৪

বশ্যতার পরিণাম

সাংবাদিকরা আজ কাজাখস্তানের রাজধানী আস্তানায় ভ্লাদিমির পুতিনের কাছে ইউরোপের রাজনীতিবিদদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন 
- ইউরোপ এখন রাজনৈতিক কেন্দ্র হিসেবে গুরুত্ব হারিয়েছে। এখন তার একটাই কাজ - আমেরিকার স্বার্থ রক্ষা করা এমনকি সেটা যদি নিজ দেশের জনগণের বিপক্ষেও যায়। আমার মনে হয় আমেরিকা যদি ইউরোপের নেতাদের ফাঁসি দিতে চায় তাহলে তারা একটি প্রশ্নই করবে - ফাঁসির রজ্জু কি আমাদের নিয়ে আসতে হবে নাকি আপনারা দেবেন? 

কাজান, ২৮ নভেম্বর ২০২৪

Tuesday, November 26, 2024

অথর্ব

ধারণা করা হচ্ছে বাইডেন ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দিতে পারে। পশ্চিমা বিশ্বের কিছু সংবাদপত্রের বরাদ দিয়ে এখানকার টিভিতে বলল। এভাবে নাকি বাইডেন ট্রাম্পের শান্তি উদ্যোগ ব্যর্থ করতে চায়। এর পরিণাম কি হতে পারে তিনি কি সেটা বোঝেন? অথর্ব কাউকে ক্ষমতায় বসিয়ে অনেক কিছুই করিয়ে নেয়া যায়। কিন্তু একই ভাবে নিজেদের পায়েও কুড়ুল মারা যায়। বুদ্ধি লোপ পেলে মানুষ আপন পর বোঝে না, সবার জন্যই সমান ভাবে ক্ষতিকর হতে পারে।

কাজান, ২৬ নভেম্বর ২০২৪

জয় পরাজয়

পরাজয় যখন নিশ্চিত বুদ্ধিমান লোক তখন সন্ধির চেষ্টা করে। প্রথমত পরাজয়ের চেয়ে সন্ধি সম্মানজনক। দ্বিতীয়ত এতে অনেক প্রাণ ও সম্পদ বিনাশের হাত থেকে রক্ষা পায়। যারা পরাজয় বা সন্ধিকে অপমানজনক মনে করে তাদের যুদ্ধে নামা উচিত নয়। কেননা এই মানসিকতা নিয়ে ধ্বংস হওয়া ছাড়া তাদের সামনে আর কোন পথ খোলা থাকে না।

কাজান, ২৬ নভেম্বর ২০২৪

Saturday, November 23, 2024

চেয়ার খেলা

পরনিন্দা আর পরচর্চা করতে আমরা বরাবরই পারদর্শী। এর সাথে যোগ হয়েছে পরস্ত্রী ও পরশ্রীকাতরতা। পরশ্রীকাতরতা এখন গগনচুম্বী। ফলে অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই আরও বড় অন্যায়, আরও বড় অত্যাচারীর জন্ম দেয়। আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি সেটা দুর্নীতি দমন করতে করি না, করি নিজে সেই দুর্নীতির ভাগ পেতে। অত্যাচারীকে তাড়িয়ে আমরা সেখানে ভালো কাউকে বসাতে চাই না, বরং নিজে আগের চেয়ে বেশি অত্যাচারী হয়ে যত দ্রুত সম্ভব আখের গোছানোর চেষ্টা করি। ফলে সরকার বা মালিক বদলের খেলা চেয়ার খেলার আকার ধারণ করে। জনগণ শুধু এক মালিকের হাত থেকে অন্য মালিকের হাতে পড়ে কিন্তু তার অবস্থার পরিবর্তন হয় না। 

দুবনা, ২৩ নভেম্বর ২০২৪

Friday, November 22, 2024

ক্ষমতা

ক্ষমতার ক্ষমতা অসীম। যাদের ক্ষমতা আছে তারা প্রায়ই দায়িত্বহীন কিন্তু অধিকার সচেতন। অন্যদিকে যাদের ক্ষমতা নেই তারা অধিকার হারিয়ে শুধু দায়িত্ব পালনে বাধ্য হয়। অথচ সমীকরণটা ছিল অধিকার আর দায়িত্বের মধ্যে। ক্ষমতা অযাচিত ভাবে নাক গলিয়ে দিল তো সব পন্ড করে।

দুবনা, ২২ নভেম্বর ২০২৪

Thursday, November 21, 2024

অনিশ্চয়তা

গতকাল থেকে কয়েকটি ফোন কল পেলাম, জিজ্ঞাসা একটাই - তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে কি না?
কী উত্তর দেব? বললাম, সেটা নির্ভর করে আমেরিকার উপরে। বিদায়ী প্রশাসন কতদূর যাবে রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক তিক্ত করতে তার উপর। এখন তো সম্পর্ক শূন্য নয়, মাইনাসে নেমে গেছে। ইউরোপের মানুষ যদি শান্তি চাইত এতদিন যুদ্ধ বিরোধী আন্দোলন করত। করে না। কেন? কারণ যুদ্ধের ফলে যে ব্যবসা হচ্ছে তার ভাগ তারাও পায়। অথবা হতে পারে এই যুদ্ধ যে তাদের রক্ত, মাংস আর ঘামের বিনিময়ে হচ্ছে সেটা বুঝতে পারছে না। আর যুদ্ধ লাগবে কি লাগবে না সেটা জেনে কী লাভ? যদি আমরা নিজেদের মৃত্যুর সঠিক সময় জানতাম তাহলে কি বেশি সুখী বা খুশী হতাম? মনে হয় না। অনেকেই বলতে পারেন তাহলে আগে থেকে সব কাজ শেষ করতে পারতাম। আমার মনে হয় ওই দিন মৃত্যু এটা জেনে বরং আরও বেশি মনঃক্ষুণ্ণ হতাম, কাজের প্রতি অনীহা জাগত এই ভেবে যে কী হবে কাজ করে যদি এই দিন মরে যাই। মৃত্যু নিশ্চিত, তবে কবে সে আসবে সেটা আমাদের অজানা। তাই তো আমরা বাঁচার জন্য লড়াই করি, এই অনিশ্চয়তাই আমাদের সাহস যোগায়, শক্তি যোগায়, স্বপ্ন দেখায়। তাই তৃতীয় বিশ্বযুদ্ধ কবে লাগবে সেটা নিয়ে না ভেবে জীবনকে উপভোগ করুন। হতে পারে শেষ বারের মত।

দুবনা, ২১ নভেম্বর ২০২৪

Monday, November 18, 2024

পুনর্জন্ম

ছোটবেলায় পুনর্জন্মের কথা শুনেছি। এটা হিন্দু ধর্মের এক অনন্য বৈশিষ্ট্য। খৃষ্টান ধর্মে যীশুর পুনর্জন্মের কথা থাকলেও সাধারণ মানুষের জন্য সেটা নেই। যাহোক ছোটবেলায় পুনর্জন্ম বিশ্বাসও করতাম। পরে অবশ্য অবান্তর বলে এসব বিশ্বাস শিকেয় তুলে রাখি। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে হারে শহীদরা পুনর্জীবিত হচ্ছে তাতে মনে হয় বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হবে। 

মস্কো, ১৮ নভেম্বর ২০২৪